About Us
Quality means doing it right even when no one is looking. We have quality commitment, leadership capability, quality culture and goals in becoming the best. We are restless in our aim to improve things for the better. We work closely with our suppliers to developing quality and innovative food products that are to our customers’ needs and requirements. We operate rigorous quality management systems on precautionary principle, supported by a range of on-site audits and product testing. Suborna Foods adheres to a robust catering quality assurance plan to ensure that all hygiene, halal, security and catering operational practices satisfy given requirements. How do we maintain quality? Regular checks, audits and assessments for continuous improvement, Analyzing all feedback and communication received through all relevant departments.
Our Vision
Suborna Food was formed in 2024 and has since served over 5 hundred orders. It has over 1 year of experience in the food business and prides itself on its strong relationships with clients and high quality food. The company provides services for events like weddings and corporate functions, as well as operating cafes and providing regular meals. It aims to deliver outstanding customer service and food while supporting the local community.
আমাদের মিষ্টির বিশেষত্ব:
- আমাদের মিষ্টির বিশেষত্ব হলো এটি দুই লেয়ারের। উপরে মামার লেয়ার ভিতরে ছানার লেয়ার।
- আমাদের মিষ্টি গ্রামের দক্ষ মিষ্টি কারিগরদের দ্বারা তৈরি করা হয়।
- মিষ্টি ফ্রিজে রেখে ২০ থেকে ২৫ দিন পর্যন্ত ভালো থাকে।
- গ্রামে তৈরি সরাসরি উৎপাদকের কাছ থেকে সংগ্রহ করা হয়।
- প্রিমিয়াম কোয়ালিটির প্যাকেজিং ব্যবহার।
- ১০০% খাটি।
- অনেক সময় ধরে দুধ জ্বাল করতে করতে দুধ শুকিয়ে মাওয়া বানানো হয়।
- আমাদের মিষ্টি তৈরিতে কোনরকম প্রিজারভেটিভ ব্যবহার করা হয় না।
- গ্রামের প্রাকৃতিক আবহাওয়ায় পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি করা হয়।
- স্বাভাবিক তাপমাত্রায় আমাদের মিষ্টি ফ্রিজ ছাড়া পাঁচ থেকে সাত দিন ভালো থাকে।
- নরমাল ফ্রিজে ২০ থেকে ২৫ দিন ভালো থাকে।
- আমাদের মিষ্টি তৈরিতে কোনরকম কৃত্রিম রং ব্যবহার করা হয় না।
- আমাদের এই মিষ্টি প্রায় দুই যুগ আগে থেকে তৈরি হয়ে আসছে।
- মিষ্টি যেহেতু খাঁটি দুধের ছানা তৈরি সেহেতু ফ্যাট প্রোটিন বিভিন্ন ভিটামিন ও ক্যালসিয়াম ইত্যাদি পুষ্টি উপাদান পাওয়া যায়।
- আমাদের মিষ্টি দেখতে অনেক সুন্দর খেতে রসালো ও অনেক সফট।
কেন আমাদের থেকে মিষ্টি নিবেন ?
- আমাদের মিষ্টির নাম মাওয়া মিষ্টি , এটি গাভীর খাঁটি দুধের ছানা, চিনি, ঘি এবং মাওয়া দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে যত্ন সহকারে তৈরি করা হয় ।
- আমাদের মিষ্টি ছানা ও মাওয়ার তৈরি। দুধথেকে ছানা তৈরি করা হয় আর মাওয়া দুধ অনেক সময় ধরে জাল করার মাধমে দুধ শুকিয়ে সেটা দিয়ে মাওয়া তৈরি করা হয়।
- আমাদের মাওয়া মিষ্টি মূলত দুই লেয়ার হয়ে থাকে।উপরে মামার লেওয়ার ভিতরে ছানার প্লেয়ার।যা খুবই সফট ও জুসি ।
- আমাদের কাছে পাচ্ছেন ১০০% বিশুদ্ধ মিষ্টি। আমাদের প্রধান লক্ষ্য কাস্টমারের হাতে ১০০% বিশুদ্ধ জিনিস তুলে দেওয়া।
- আমাদের মিষ্টি শতভাগ খাঁটিও বিশুদ্ধ যা খেলেই ভুলে যাবেন সকল মিষ্টির স্বাদ ।
- আমাদের মিষ্টি তৈরিতে কোনরকম কেমিক্যাল বা কিম রং ব্যবহার করা হয় না। দুধ অনেক সময় ধরে জাল করতে করতেই দুধের কালার পোড়ামাটির ন্যায় করা হয় এবং তারপর মিষ্টি তৈরি করা হয়।
- আমাদের এই মিষ্টি একবার খেলে এর সাধ জিভে লেগে থাকবে কখনোই ভুলতে পারবেন না। বারবার খেতে মন চাবে।
- গরুর খাটি দুধ দ্বারা গ্রামীণ মিষ্টি কারিগরদের দিয়ে তৈরি বলে এই মিষ্টির স্বাদে গন্ধে অতুলনীয়।
